জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা আজ সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ।
জেলা পরিষদ প্রশাসক বলেন, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে আইন-শৃংঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
প্রতি শুক্রবার জু’মার নামাজের খুতবায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বক্তব্য প্রদান করা এবং নাশকতার পরিকল্পনা করছে এমন ঘটনা জানতে পারলে সাথে সাথে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার বিষয়ে সভায় আলোচনা করা হয়। মহানগরীর ভিতরে কোন সন্ত্রাসী কর্মকান্ড ও নাশকতার ঘটনা কেএমপিকে এবং জেলার মধ্যে ঘটলে তা দ্রুত জেলা পুলিশকে জানাতে হবে। এছাড়া সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে।
সভায় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ