খুলনা নিরালা আসিক এলাকাও এখন কেসিসি’র ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে! শহরের বিভিন্ন এলাকা থেকে ময়লা ট্রাকে করে এনে নিরালা আবাসিক এলাকার মধ্যে ফেলা হচ্ছে, অভিযোগ এলাকাবাসির।
সূত্রমতে, গত বুধবার এলাকার বাইরে থেকে কেসিসি’র একটি পিছন খোলা ডাম্প ট্রাক ময়লা বোঝাই করে নিরালা আবাসিক এলাকার ২১ নম্বর সড়কে ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিস ও সূর্যের হাসি ক্লিনিকের রাস্তার পাশে ফেলে চলে যায়। এ সময় উপস্থিত কয়েকজন ট্রাকের ড্রাইভারের সাথে কথা বলতে চাইলে ওই ড্রাইভার দ্রুত গতিতে এলাকা ত্যাগ করে। এলাকাবাসির অভিযোগ, এর আগেও একই ভাবে ওই স্থানে ময়লা ফেলা হয়েছে।
কেসিসি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কেসিসি’র ময়লা সাফাই কাজে নিয়োজিত ট্রাক ড্রাইভারদের অনেকেই বিভিন্ন সময় টাকার বিনিময়ে সংস্থার বাইরে অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানের ময়লা সাফাই করার চুক্তি নিয়ে থাকে, এবং তারাই যত্রতত্র সুযোগ বুঝে ময়লা অনলোড করে সটকে পড়ে! এদেরই অপকর্মের শিকার এখন নিরালাবাসি।
by
সর্বশেষ মন্তব্যসমূহ