খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতির কাছে চাঁদা দাবি, থানায় জিডি

খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ড. জাকির হোসেনের কাছে চাঁদা দাবি করেছে সর্বহারা পার্টির আঞ্চলিক প্রধান পরিচয়দানকারী জনৈক রনজিত।

আজ ১৮ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় ড. জাকিরের ব্যবহৃত মোবাইল ফোনের ০১৭১১-৯৬৫২৬৫ নম্বরে ০১৬২৫-২৯৩২৬৬ নম্বর থেকে ফোন করে মোটা অংকের চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে তার ও তার পরিবারের ভয়াবহ পরিণতি বহন করতে হবে বলে হুমকি প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ড. জাকির খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। খুলনা থানার ডায়েরি নম্বর-৯৯৬, তাং-১৮/১১/১৫। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ্য করেন, ‘আমি সন্ধ্যায় খুলনা সিটি ল’ কলেজে শিক্ষক হিসেবে ক্লাস নিয়ে থাকি, শামসুর রহমান রোডস্থ চেম্বারে অবস্থান করি এবং রাত আনুমানিক ১১টার দিকে বাসায় যাই। বাসায় আমার অসুস্থ্য স্ত্রী, নাবালক পুত্র ও এক কন্যা থাকে। ফলে আমি ও আমার পরিবার এক অজানা আতংকে আতঙ্কগ্রস্থ হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।’ তিনি এ বিষয়ে প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা প্রদানের দাবি জানান।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *