অগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে ‘পদ্মা সেতু বাস্তবায়ন, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন’ শিরোনামে বিশেষ প্রগ্রাম অনুষ্ঠিত হবে।
ফোন-ইন-অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানের মাধ্যমে তিনি সরাসরি শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করবেন। অনুষ্ঠান চলাকালীন শ্রোতারা ০৪১-২৮০২১০ নম্বরে ল্যান্ড ফোনে অথবা ০১৯৫৫-৮০৪০৮৪ নম্বর মোবাইল ফোনে সরাসরি প্রশ্ন করতে পারবেন। অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের এফএম ৮৮.৮ মেগাহার্জে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ