খুলনা মহানগরীর চাঞ্চল্যকর জোড়া খুন ও গণধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র্যা ব। আজ সকালে খুলনা র্যা ব-৬ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান র্যা ব-৬’র অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম।
তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর নগরীর বুড়ো মৌলভীর দরগা পাড়ায় ব্যাংক অফিসার পারভীন সুলতানা ও তার পিতা ইলিয়াস হোসেন চৌধুরীকে নিজ বাড়িতে হত্যা করা হয়। হত্যাকারীরা হত্যার আগে পারভীনকে গণধর্ষণ করে।
তিনি বলেন, এ মামলার অন্যতম আসামী শেখ আব্দুল জলিলের পুত্র মোঃ সাইফুল ইসলাম পিটিল এবং মোঃ অহিদুল ইসলামের পুত্র মোঃ আবু সাঈদ হোসেনকে আটক করেছে র্যা ব। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মকবুল হোসেন’র নেতৃত্বে র্যা ব-৬’র একটি দল ১৫ অক্টোবর ভোর পৌনে পাঁচটায় মাগুরা জেলার ভায়নার মোড় এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত আসামীদের গ্রেপ্তার করে।
এ সময় গ্রেপ্তারকৃত আসামীদের সংবাদ সম্মেলনে উপস্থিত করা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে র্যা ব অধিনায়ক বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা খুন ও ধর্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। পরে গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
by
সর্বশেষ মন্তব্যসমূহ