গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টকে খুলনা ক্লাব’র চেক প্রদান

সংস্কার ও উন্নয়ন কাজের জন্য ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টকে খুলনা ক্লাব লিঃ কর্তৃপক্ষ আজ দুইলাখ টাকার চেক প্রদান করেছে। ক্লাবের সভাপতি শরফুজ্জামান টপি জাদুঘরের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন ও ট্রাস্টি সম্পাদক ডা. শেখ বাহারুল আলম’র হাতে চেকটি তুলে দেন।

বাংলাদেশে প্রথম গণহত্যা জাদুঘর ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট্রকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় একটি বাড়ি প্রদান করেন। গত তিনবছর যাবৎ বাড়িটির সংস্কার কাজ চলছে এবং জাদুঘরটি জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বাড়িটির সংস্কার ও উন্নয়ন কাজের জন্য খুলনা ক্লাব লিঃ উল্লিখিত চেক প্রদান করে।
ক্লাব সভাপতি নববর্ষের শুরুতে ক্লাবের পক্ষ থেকে আরও তিনলাখ টাকা সংস্কার ও উন্নয়ন কাজের জন্য জাদুঘরকে অনুদান হিসেবে প্রদান করবেন বলে আশ্বাস দেন।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক রাহুল রাহা, জাদুঘরের ট্রাস্টি সদস্য চৌধুরী শহীদ কাদের, ইতিহাস সম্মিলনীর প্রকাশনা সম্পাদক আহমেদ মাহফুজুল হক, সহকারি সম্পাদক আহম্মেদ শরীফ, তপন পালিতসহ আরো অনেকে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *