জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ জনকে বোমাসহ রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পল্লবী থানার উপ পরিদর্শক জিল্লুর রহমান জানান, সোমবার দুপুরে পল্লবীর ১০ নম্বর সড়কে দলটির আরেক নেতা হারুণ-অর রশিদের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সেখানে গোপন বৈঠক চলছিলো। অভিযানে ২০টি হাতবোমাও উদ্ধার করা হয়েছে।’
গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মজিবুর রহমান ভারপ্রাপ্ত নায়েবে আমিরের দায়িত্ব আছেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ