জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল সভাপতিত্ব করেন। এসময় খুলনা-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ নূরুল হক উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্বকরণ সভা করা, উপজেলাগুলোতে নিয়মিত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা, স্পর্শকাতর স্থানগুলোতে পুলিশি টহল বৃদ্ধি করা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, মসজিদের ইমামদের নাশকতার কুফল সম্পর্কে মুসল্লিদের অবহিত করা এবং রাতের বেলা বাস, ট্রাক যত্রতত্র পাকিং না করে নির্দিষ্ট বাস স্টেশনে রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *