খুলনা মেট্রোপলিটন এলাকায় আগামী ১৮ এপ্রিল, শনিবার থেকে ২০ জুন, ২০১৫ পর্যন্ত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কতিপয় আদেশ জারী করেছেন।
পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল, কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন এবং কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্রদ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।
পরীক্ষাকেন্দ্র সমূহ হচ্ছে – সরকারি আযম খান কমার্স কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, সরকারি এম এম সিটি কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজ, খুলনা, সরকারি মহিলা কলেজ, বয়রা, খালিশপুর, সরকারি বিএল কলেজ, দিবা-নৈশ কলেজ, দৌলতপুর এবং শহীদ আবুল কাশেম কলেজ, কৈয়া, হরিণটানা, খুলনা।
by
সর্বশেষ মন্তব্যসমূহ