জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম.ফজলে করিম চৌধুরী এম.পি. ও সদস্যবৃন্দ এবং রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন আগামী ২৯ ও ৩০ নভেম্বর দর্শনা-খুলনা-মংলা বন্দর এলাকার বাংলাদেশ রেলওয়ের বর্তমান অবস্থা, বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
সূত্রমতে, তাঁরা ২৯ নভেম্বর দুপুরে দর্শনা রেলওয়ে স্টেশন, স্টেশন ইয়ার্ড ও দর্শনা বর্ডার সেকশন পরিদর্শন করবেন। বিকেল সাড়ে চারটায় খুলনা রেলওয়ে স্টেশন, স্টেশন ইয়ার্ড, খুলনা রিমডেলিং ষ্টেশন কাজের সাইট, লোকোসেড ও ক্যারেজ ডিপো পরিদর্শন করবেন।
৩০ নভেম্বর সকাল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত খুলনা মংলা রেলপথ নির্মাণ প্রকল্পের সাইট ও এলাইনমেন্ট পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সকাল ১১টায় খুলনা সার্কিট হাউসে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও প্রেস কনফারেন্সে যোগ দেবেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ