২৩ মে শনিবার সকাল ৯টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ১১৬তম জন্মোৎসব উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন খুলনা আয়োজিত খুলনা নজরুল একাডেমি ও উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সহযোগিতায় মহানগরীর প্রায় দুই শতাধিক শিক্ষার্থী নজরুল সংগীত, নজরুলের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুই দিন ব্যাপী নজরুল জন্মোৎসবের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ।
আগামী ২৫মে সোমবার বিকাল ৪টায় খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। বিশেষ অতিথি থাকবেন খুলনা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুজ্জামান ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ