দুই দিন ব্যাপী নজরুল জন্মোৎসবের উদ্বোধন

২৩ মে শনিবার সকাল ৯টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ১১৬তম জন্মোৎসব উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন খুলনা আয়োজিত খুলনা নজরুল একাডেমি ও উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সহযোগিতায় মহানগরীর প্রায় দুই শতাধিক শিক্ষার্থী নজরুল সংগীত, নজরুলের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুই দিন ব্যাপী নজরুল জন্মোৎসবের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ।

 আগামী ২৫মে সোমবার বিকাল ৪টায় খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। বিশেষ অতিথি থাকবেন খুলনা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুজ্জামান ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *