খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, দেশীয় সংস্কৃতি আমাদের ধারণ ও লালন করতে হবে। বিদেশী সংস্কৃতির প্রভাবে বাংলা সংস্কৃতি এখন হুমকির মুখে। তাই সমৃদ্ধ ও গৌরবগাথা বাংলা সংস্কৃতি পুনরুদ্ধারে এখনি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
সিটি মেয়র আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দেশাত্ববোধক সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন। সাংস্কৃতিক সংগঠন বাংলা সংস্কৃতি এ প্রতিযোগিতার আয়োজন করে। তিনি তৃণমূল পর্যায়ে বাংলা সংস্কৃতির যে প্রতিভা লুকিয়ে আছে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে তাদের খুজে বের করে প্রয়োজনীয় প্রচার ও প্রসারে উদ্যোগী হওয়ার জন্য শিল্প-সংস্কৃতির সাথে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য এম এ সাঈদ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদস্য রেজাউল কবির দুলাল, উজ্জ্বল কুমার কুন্ডু প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সঙ্গীতজ্ঞ হাফিজুর রহমান ও অশোক কুমার দে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ