নিরাপদ মাতৃত্ব ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে মিডিয়া কর্মীদের অবহিতকরণ কর্মশালা আজ সকালে স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা স্বাস্থ্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন খুলনা স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ অনিল চন্দ্র দত্ত।
সভায় ১৪-৪৯ বছর বয়সী নারীদের স্বাস্থ্য সুরক্ষা, শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণে চলমান টীকাদান কর্মসূচিসহ মাতৃ মৃত্যুরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের গৃহীত পরিকল্পণা বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোইয়া’র টিম লিডার একেএম নজরুল হায়দার। উল্লেখ্য, দেশের প্রায় ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকের ক্যাচমেন্ট এরিয়ার গর্ভবতী মায়েদের বিষয়ে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ তথা সেবা নিশ্চিতকরণে কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সরকার বিশ্ব মহিলা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে অবদানের জন্য সাউথ সাউথ পুরস্কার পেয়েছে। সভায় স্বাস্থ্য সেবা গ্রহণে জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচার এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে গণমাধ্যম কর্মীদের ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোইয়া’র প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আশিস কুমার সাহা। স্বাগত বক্তৃতা করেন খুলনা স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ আব্দুল হাই। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ গ্রহণ করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ