বে-সরকারী সংস্থা পরিবর্তন’র উদ্যোগে ও খুলনা পাওয়ার কোম্পানী লিঃ (কেপিসিএল)’র সিএসআর প্রকল্পের সহায়তায় গতকাল খুলনার খালিশপুরের উত্তর কাশিপুর কেপিসিএল সিএসআর সেন্টারে দিনব্যাপি হেল্থ্ক্যাম্প পরিচালিত হয়। উল্লেখ্য এটি ছিলো বছরের দ্বিতীয় স্বাস্থ্য কর্মশালা।
গতকালের চিকিৎসার বিষয় ছিলো দন্ত চিকিৎসা। এ উপলক্ষ্যে এলাকার বিপুল সংখ্যক সকল বয়সের মানুষ এবং প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিশুরা চিকিৎা নিতে আসে।
স্বাস্থ্য কর্মশালায় চিকিৎসা প্রদান করেন হেড অব দি ডেন্টাল সার্জারী, সিটি মেডিকেল ইনষ্টিটিউট, ডঃ শংকর বিশ্বাস, এবং ডঃ এম ডি কামরুজ্জামান ও তাদের তিনজন মেডিকেল এ্যাসিস্ট্যান্ট।
সকাল ১০ থেকে শুরু হয়ে কর্মশালা চলে বিকাল পাঁচটা পর্যন্ত। এ সময় ১৫৩ জন দরীদ্র মানুষ দাতের চিকিৎসা করাতে সক্ষম হন। চিকিৎসকগণ আগত রুগীদের দাতের বিভিন্ন রোগ চিহ্নিত করে সমাধান পত্র প্রদান করেন এবং অনেক রুগীদের রুটক্যানেল এবং প্লাকিং চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসকগণ রুগীদের যে সকল ঔষধ নির্দেশ করেন তার অধিকাংশ ঔষধ সিএসআর প্রকল্পের পক্ষ থেকে রুগীদের বিনামূল্যে প্রদান করা হয়।
ক্যাম্প চলাকালে এলাকার নেত্রিস্থানীয় ব্যক্তিবর্গ স্বাস্থ্যক্যাম্প পরিদর্শন করে তাদের সন্তোস প্রকাশ করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ