পরিবেশে ও প্রকৃতি রক্ষায় অনুপ্রেরণামূলক কর্মকাণ্ড ও অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ পুরস্কার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)’র পক্ষ থেকে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
১৪ সেপ্টেম্বর ইউএনইপি প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলো। ইউএনইপির নির্বাহী পরিচালক অচিম স্টেইনার বলেন, ‘জলবায়ু পরিবর্তনকে জাতীয়ভাবে অগ্রাধিকারমূলক একটি ইস্যু হিসেবে গ্রহণ এবং উচ্চাকাঙ্ক্ষী বৈশ্বিক প্রতিক্রিয়ার জন্য সোচ্চার হওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা নেতৃত্ব ও দূরদৃষ্টির পরিচয় দিয়েছেন। আগে থেকেই জলবায়ু পরিবর্তন মোকাবিলার নীতি গ্রহণকারী ও প্রচারকারী হিসেবে তিনি এ বিষয়ে অনুসরণ করার মতো একজন উদাহরণ।’
পরিবেশ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে প্রতিবছর পলিসি, বিজ্ঞান, উদ্যোক্তা এবং অনুপ্রেরণামূলক কর্মকাণ্ড- এই চারটি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার দিয়ে আসছে ইউএনইপি।
by
সর্বশেষ মন্তব্যসমূহ