বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে খুলনার সকল শ্রেণীর ব্যবসায়ীদের উদ্যোগে আজ খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা চেম্বর অব কমার্স এণ্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম।
তিনি বলেন, খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অস্বাভাবিক হারে ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি করেছে, যা বহন করা ব্যবসায়ীদের জন্য কষ্টসাধ্য। বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে প্রায় দুই মাস যাবৎ ব্যবসায়ীগণ বিভিন্ন পর্যায়ের আন্দোলন চালিয়ে আসছে, কিন্তু বিষয়টিতে সিটি মেয়র গুরুত্ব না দেওয়ায় ব্যবসায়ী সমাজ বর্তমানে চরম ক্ষুব্ধ।
চলতি বছরের প্রায় তিন মাস অতিবাহিত হচ্ছে কিন্তু ব্যবসায়ীগণ ট্রেড লাইসেন্স নবায়ন করতে না পারায় ব্যবসায়ীক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যতদিন পর্যন্ত বর্ধিত ফি প্রত্যাহার করা না হবে ততদিন পর্যন্ত খুলনার ব্যবসায়ী সমাজ আন্দোলন চালিয়ে যাবে এবং এই আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩ অক্টোবর খুলনা মহানগরীর সকল দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে, এবং বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর পিকচার প্যালেস মোড়ে ব্যবসায়ীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ থেকে নতুন কর্মসূচী ঘোষণা করা হবে।
তিনি বলেন, ব্যবসায়ীগণ মনে করে লাইসেন্স নবায়নের বর্ধিত সময় ৩০ নভেম্বরের মধ্যে সিটি মেয়র সর্বনিম্ন হারে ট্রেড লাইসেন্স ফি গ্রহণ করে ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দিয়ে ব্যবসায়ীদের দুর্ভোগ লাঘব করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ থাকা সত্বেও সিটি মেয়র যদি ব্যবসায়ীদের দাবি না মনেন সে ক্ষেত্রে ব্যবসায়ীগণ মেয়রকে বয়কট করার সিদ্ধান্তও গ্রহণ করতে পারেন।
সংবাদ সম্মেলনে খুলনার সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ