বর্ধিত ট্রেড লাইসেন্স ফি প্রত্যাহারের দাবীতে আজ ভোর ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ছয় ঘন্টা খুলনা মহানগরীর সকল দোকান-পাট,ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় এবং বেলা ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত নগরীর পিকচার প্যালেস মোড়ে ব্যবসায়ীদের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ঘোষনা দেওয়া হয় যে আগামী ৭ অক্টোবর বেলা সাড়ে এগারোটায় জেলা প্রশাসকের মাধ্যমে ও ৮ অক্টোবর বেলা সাড়ে এগারোটায় বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করা হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম। সমাবেশ অনুষ্ঠান পরিচালনা করেন চেম্বার পরিচালক এস,এম ওবায়দুল্লাহ, ফকির মোঃ সাইফুল ইসলাম ও মফিদুল ইসলাম টুটুল।
সমাবেশে বক্তৃতা করেন চেম্বার পরিচালক খালিদ হোসেন পিউ, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মোঃ ফরিদ হোসেন মোল্লা, অলিউর রহমান চৌধুরী, নৌ-পরিবহণ মালিক গ্রুপের ওয়াহিদুজ্জামান খান পল্টু, এম,এম,আসাদুজ্জামান, কাজী গোলাম ফারুক, মোঃ নুরুল ইসলাম খান কালু, অসীম কুমার সোম, মোঃ নজরুল ইসলাম, বৃহত্তর খুলনা ডক ইয়ার্ড মালিক সমিতির মোঃ খুরশিদ আলম কাগজি, খানজাহান আলী দোকান মালিক সমিতির নেতা মোঃ হাফিজুল ইসলাম চন্দন, হার্ডওয়্যার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা কাজী এনায়েত কবীর ডন, শেরে বাংলা রোড বিপনী কেন্দ্রের নেতা চ,ম,মুজিবর রহমান, হোসেন শহীদ সোহরাওর্দী মার্কেট দোকান মালিক সমিতির নেতা আতাউর রহমান শিকদার, রূপসা ষ্ট্রান্ড রোড দোকান মালিক সমিতির মোঃ সিহাব উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনসুর আজাদ, শামীম স্কয়ার মার্কেটের নেতা মোঃ হাফিজুর রহমান, জুয়েলার্স ব্যবসায়ী সমিতির নেতা নিমাই চন্দ্র ভৌমিক, অশোক আড্ডা, শ্যামল বাবু, মশিউর রহমান দোকান মালিক সমিতির এনামূল হক, ডাকবাংলা মার্কেট মালিক সমিতির মাহফুজুল ইসলাম লাভলু, হেরাজ মার্কেট দোকান মালিক সমিতির নেতা ইসলাম খান, সম্মিলিত ব্যবসায়ী সমিতির মাকসুদুল আলী নিলু, ঘড়ি ব্যবসায়ী সমিতির সরূপ পাশা, খুলনা শপিং কমপ্লেক্স এর আবুল হাসান, ষ্টেশন রোড ব্যবসায়ী বহুমুখী কল্যাণ সমিতির মফিজুল ইসলাম মফিজ, চশমা মালিক সমিতির হুমায়ুন কবীর, খানজাহান আলী রোড ব্যবসায়ী সমিতির তানবীর কবীর, কাঁচা- পাকা বাজার আড়দ্দার ব্যবসায়ী সমিতির আঃ রব মাষ্টার, দৌলতপুর বিএল কলেজ রোড দোকান মালিক সমিতির মোঃ নিশাত, ধর্মসভা রোড দোকান মালিক সমিতির সজল বাড়ৈ, কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির আমিরুল ইসলাম অলিদ, লেদার ব্যবসায়ী দোকান মালিক সমিতির মোঃ সেলিম, হোটেল ব্যবসায়ী সমিতির শ্যামল বাবু, আকতার চেম্বার দোকান মালিক সমিতির আবু জাফর, খুলনা মহানগর ব্যাটারী, মটর পার্টস মালিক সমিতির আনিছুর রহমান পলাশ প্রমুখ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ