খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক আলোকিত সংবাদ’র উদ্বোধনী অনুষ্ঠান আজ খুলনা প্রেস ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। পত্রিকার মোড়ক উন্মোচন করে উদ্বোধন ঘোষণা করেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
প্রধাণ অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, সংবাদ পত্র হ’ল গণতন্ত্রের পাহারাদার। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সংবাদ পত্র সামাজিক ন্যায়কে সমুন্নত রাখে। আগামী দিসে দৈনিক আলোকিত সংবাদ তার আলোক যাত্রায় সমাজে সত্যকে প্রতিষ্ঠিত করতে গগুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
বিশেষ অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। আজ খুলনার ১২তম সংবাদ পত্র আলোকিত সংবাদ প্রকাশিত হ’ল। আমরা যেন আলোকিত সংবাদ’র মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পাই। আলোকিত সংবাদের ভবিষ্যৎ উজ্জল হোক।’
বিশেষ অতিথি খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান বলেন, আলোকিত সংবাদ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণমানুষের কথা বলবে। গণতান্ত্রিক শক্তির সাথে সামিল হয়ে বাংলাদেশের অগ্রগতীতে আলোকোজ্জল ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।’
অনুষ্ঠানের সভাপতি দৈনিক আলোকিত সংবাদ পত্রিকার সমম্পাদক সুকুমার মৃধা বলেন, ‘কোন্ এক টানে আমি বার বার খুলনায় ফিরে আসি আজও আমার জানা হয় নি, তবে এটুকু বুঝি খুলনার উন্নয়নে, খুলনাবাসির সম্মিলিত সংগ্রামে আমি সামিল হয়ে খুলনার জন্য কিছু করতে চাই, এটা আমার হৃদয়ের টান। আমি খুলনাবাসির সহযোগিতা ও সহমর্মিতা কামনা করি।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর, প্রফেসর আলী আহম্মদ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আসরাফুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাডঃ এনায়েত আলী, প্রফেসর অসিতবরণ ঘোষ, প্রফেসর হাফিজুর রহমান, অমল সাহা, আবু হাসান, আহম্মেদ আলী খান, অরুন সাহা, দিদারুল আলম, কাজী মোতাহার রহমান, প্রিন্সিপাল মিলন কান্তি মন্ডল, শাহিন জামাল পণ, হালিম সরদার, জিনাত আরা,স্বপ্না মজুমদার, সজল চৌধুরী, সুবির রায়, পরিতোস কুমার তড়ুয়া, অসীম কুমার মৃধা, স্বপন কুমার মৃধা, কাজী শামিম আহসান সহ চার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
এ সময় দৈনিক আলোকিত সংবাদ’র সম্পাদক সুকুমার মৃধা প্রধান অতিথি মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং বিশেষ অতিথি খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিকে ক্রেস্ট প্রদান করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ