গতকাল খুলনার আভা সেন্টারে বাংলাদেশ ইনিস্টটিউড অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত “বাংলাদেশের মৎস ক্ষেত্রে নিয়োজিত শ্রমিকদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যত করনীয়” শীর্ষক গভেষনা’র প্রাথমিক তথ্য উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মোট শ্রম শক্তির ৯ শতাংশ মৎস্য শ্রমিক। বালাদেশের জিডিপির ৫ শতাংশ অবদান রাখে মৎস্য শ্রমিকরা। অথচ মৎস্য শ্রমিকদের জীবনমান উন্নয়নে এবং তাদের সুরক্ষায় এখনও পর্যন্ত রাষ্ট্রিীয় তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ সকল কর্মক্ষেত্রে শ্রমিকরা মজুরী বৈসম্য,কর্মপরিবেশ,স্বাস্থ সুরক্ষার ক্ষেত্রে নানা শোষন বঞ্চনার শিকার। বক্তারা অবিলম্বে মৎস্য শ্রমিকদের জন্য একটি পূর্নাঙ্গ আইন প্রনয়ন সহ প্রকৃত মৎস্য শ্রমিকদের জন্য রাষ্ট্রিয় সহযোগিতার দাবী জানান। সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসুচি,জীবন বীমা প্রদান সহ মৎস্য শ্রমিকদের সুরক্ষায় বিভিন্ন দাবী তুলে ধরেন। মৎস্য শ্রমিক নিয়োগের ক্ষেত্রে শিশু শ্রমিক নিয়োগ কঠোর হস্তে বন্ধের আহ্বান জানান।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- খুলনার আহ্বায়ক বি,এম, জাফরের সভাপতিত্বে এবং বিলস’র প্রোগ্রাম অফিসার মনিরুল কবির’র পরিচালনায অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী ছিলেন অতিরিক্ত জেলা প্রশামক,রাজস্ব, দীপংকর সাহা। বিশেষ অতিথী ছিলেন খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক জহিুরুল ইসলাম, খুলনা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাইয়ুম,প্যানেল আলোচক ছিলেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ’র খুলনা জেলা কমিটির সভাপতি খালিদ হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দল খুলনা মহানগর কমিটির সভাপতি মজিবর রহমান, টিইউসি-খুলনা মহানর সভাপতি এইচ,এম,শাহাদাত, , সাধারন সম্পাদক রংগলাল মৃধা, সভাপতি জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা মহানগর মনির আহম্মেদ, সাধারন সম্পাদক ফারুক হোসেন, জাতীয় শ্রমিকলীগ খুলনা জেলার সাধারন সম্পাদক শেখ মোঃ পীর আলী, বিএমএসএফ খুলনা জেলা কমিটির সাধারন সম্পাদক ফারহানা সুলতানা উর্মী, শ্রমিকলীগ নেত্রী মনিরা সুলতানা প্রমুখ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ