বাজেট বিষয়ে তৃণমূল জনগণকে সহজ ধারণা প্রদানে ক্যাম্পেইনারদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র খুলনা জেলা কমিটির উদ্যোগে বেসরকারী সংস্থা পরিবর্তন-খুলনা’র সেমিনার কক্ষে আজ এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাজেট প্রক্রিয়া ও বরাদ্দ সম্পর্কে অবহিত করা হয়। এ উদ্দেশ্যে সুপ্র কর্তক প্রস্তুতকৃত ডিজিটাল উপকরন ভিডিও ও www.amartaka.org ওয়েবসাইটটি সম্পর্কে ধারনা প্রদান করা হয় ও এর কৌশলগত দিক সম্পর্কে প্রশিক্ষন প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বাজেটকে আরো সহজ করে তৃণমূল জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হন এবং সুপ্র কেন্দ্রীয় কমিটিকে ডিজিটাল ভাবে সহজতর উপায়ে বাজেট সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপনের প্রক্রিয়া প্রস্তুত করার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্র খুলনা জেলা কমিটির সম্পাদক এম.নাজমুল আজম ডেভিড। কর্মশালায় অংশগ্রহণ করেন অসীম কুমার পাল, হুমায়ুন কবির ববি, হিরন্ময় মন্ডল, এড. এইচ এম বাহালুল করিম, হেলেনা খাতুন, কানিজ ফাতেমা, শেখ ইমরনা ইমন, মোস্তাহিদুর রহমান বাবু, মাফরুদা খাতুন সাথী প্রমুখ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ