খুলনায় ৩৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৫ পালন উপলক্ষ্যে খুলনা জিলা স্কুল কলেজ প্রাঙ্গণে আজ শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ প্রধান অতিথি হিসেবে বিকেলে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সরকার বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব প্রদান করেছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলাই হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, কৃষি পণ্য সংরক্ষণ এবং বিদ্যুৎ উৎপাদন সহ দেশের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বাস্তবধর্মী প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। উদ্ভাবনী চিন্তা নিয়ে বিজ্ঞান চর্চা করার জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। শুভেচ্ছা বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হাবিবুল হক খান। স্বাগত বক্তৃতা করেন খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম।
খুলনা জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘প্রযুক্তি করিতে পারে দারিদ্র মোচন।’ মেলা চলবে প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ১৬টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব তাদের বিভিন্ন প্রকল্প প্রদর্শনীর জন্য উন্মুক্ত রেখেছে। এ ছাড়া মেলায় প্রতিদিন বিতর্ক প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতার আয়োজন থাকবে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ