বিদ্যুৎ প্রতিমন্ত্রী একদিনের সফরে খুলনা আসছেন

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ একদিনের সফরে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ওইদিন বেলা পৌনে ১১টায় খুলনাস্থ ওজোপাডিকো প্রধান কার্যালয় পরিদর্শন ও অফিসারদের সাথে মতবিনিময় এবং বেলা সাড়ে ১১টায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানীর স্থাপনা/ডিপোসমূহ পরিদর্শন করবেন। দুপুর সাড়ে ১২টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মহেশ্বরপাশাস্থ জমি ও উন্নয়ন কর্মকান্ড সরেজমিনে পরিদর্শন এবং বিকেল তিনটায় খুলনা সার্কিট হাউসে সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বিপিসি ও মেঘনা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসকের সাথে আলোচ্য জমিতে বসবাসরতদের আবাসন সমস্যা নিরসনের লক্ষ্যে অনুষ্ঠেয় সভায় যোগদান করবেন। বিকেল পাঁচটায় তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *