রূপসার ইলাইপুরস্থ আনসার-ভিডিপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আজ সকালে ৭০ দিনব্যাপী ভিডিপি মহিলা ও পুরুষ সদস্যদের মটর ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
খুলনা রেঞ্জ পরিচালক মোহাঃ আকবর আলী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আবদুল আউয়াল’র সভাপতিত্বে এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ অফিসার মোঃ ওসমান গনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বাস্তবমুখী জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষ চালক হিসেবে গড়ে উঠবে। এতে দেশের সড়ক নিরাপত্তার উন্নয়ন হবে এবং দুর্ঘটনার সংখ্যা কমে আসবে। এছাড়া দেশ বিদেশে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। প্রশিক্ষণে খুলনা বিভাগের ১০ জেলার মোট ৪০ জন ভিডিপি সদস্য অংশগ্রহণ করছেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ