জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আজ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল বাজার ও খর্নিয়া বাজার এলাকায় এক ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদন করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ না থাকা, ওজনে কারচুপি করা, সর্বোচ্চ খুচরো বিক্রয়মূল্য না লেখা ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী জ্যোতি সুইটসকে পাঁচ হাজার টাকা, সাদিয়া ফুডসকে দুই হাজার টাকা, সরদার ষ্টোরকে তিন হাজার টাকা, আফরোজা কসমেটিকসকে তিন হাজার টাকা, খান ফার্মেসীকে দুই হাজার টাকা, নিউ সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে দুই হাজার টাকা, সুগন্ধা হোটেলকে দুই হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অর্থ তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলির নিকট থেকে আদায় করা হয়। অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী-পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান’র নেতৃত্বে এই অভিযানে জেলা বাজার অফিসার, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি ও জেলা কঞ্জ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র প্রতিনিধি সহায়তা করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ