ভ্রাম্যমান বাজার অভিযানে খুলনা মহানগরীর সোনাডাংগা থানা এলাকার সাতটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৯ হাজার টাকা জরিমানা করা হেয়েছে। আজ সকালে বাণিজ্য মন্ত্রণালয়াধিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান।
সর্বোচ্চ খুচরা মূল্য তালিকা না থাকা, বাসি মিষ্টি সামগ্রী রাখা, ফ্রিজের মধ্যে মিষ্টি সামগ্রী ও মাছ মাংস একসাথে রাখা ও বিক্রি করার দায়ে সোনাডাংগা টার্মিনাল এলাকার ঢাকা হোটেলকে পাঁচ হাজার টাকা, একই এলাকায় সর্বোচ্চ খুচরা মূল্য তালিকা না থাকা, নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী ও বিক্রি করার দায়ে শফি হোটেলকে এক হাজার টাকা এবং পানির বোতলে খুচরা মূল্য না থাকা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার দায়ে জামান পানির ঘরকে এক হাজার টাকা, নোংরা পরিবেশে বাসি মিষ্টি সামগ্রী তৈরী ও বিক্রি করার দায়ে বয়রা মেডিকেল কলেজ হাসপাতাল মোড় এলাকার সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে তিন হাজার টাকা, একই এলাকায় বাগেরহাট হোটেলকে নোংরা পরিবেশে খাদ্য তৈরী ও সর্বোচ্চ খুচরা মূল্য তালিকা না থাকার দায়ে চার হাজার টাকা এবং বয়রা মহিলা কলেজ রোড এলাকার চাইনিজ ফুড ক্লাবকে বাসি চিকেন ফ্রাই ও বাসি খাদ্য রাখা ও বিক্রি করার দায়ে তিন হাজার টাকা, একই এলাকার হোটেল বরাতকে বাসি মিষ্টি সামগ্রী রাখা ও বিক্রি করার দায়ে দুই হাজার টাকাসহ মোট সাতটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান সমূহের নিকট থেকে আদায় করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয় ও লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সদস্য মনোজ দাস ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিবৃন্দ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ