জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা কর্তৃক ভ্রাম্যমান বাজার অভিযানে ২২ জুন খুলনার রূপসা উপজেলার কাজদিয়া বাজার এলাকার তিন টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বাসি-পঁচা খাবার রাখা, নোংরা পরিবেশে খাবার তৈরী ও বিক্রি করার দায়ে কাজদিয়া বাজার এলাকার অয়ন হোটেলকে ৩ হাজার টাকা, একই এলাকার রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারকে মূল্য তালিকা না থাকা, বাসি মিষ্টি সামগ্রী রাখা ও নোংরা পরিবেশে মিষ্টি সামগ্রী তৈরী করার দায়ে ৫ হাজার টাকা এবং খালেক মেডিকেল হলকে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন, ঔষধ ও ফ্রি স্যাম্পল রাখা ও বিক্রি করার দায়ে ৫ হাজার টাকা সহ মোট তিন টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮, ৪৩, ৪৬ ও ৫১ ধারায় মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান সমূহের নিকট থেকে আদায় করা হয়। অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয় ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা না করে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়াধিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সদস্য মনোজ দাস এবং রূপসা থানা পুলিশের প্রতিনিধিবৃন্দ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ