মিথ্যা অভিযোগের প্রতিবাদে আজ খুলনা প্রেস ক্লাবে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস এবং পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন’র উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ শাহাজান আলী বলেন, সংগঠনের বিভাগীয় সভাপতির নেতৃত্বে গত ১৭ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় কার্যালয়ে আলোচনার মাধ্যমে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম শুরু হয়। এ সময় সংগঠনের বাৎসরিক আয়-ব্যয়’র হিসাব কেন্দ্রীয় কমিটিকে বুঝিয়ে দিতে না পারায় সংগঠন পরিচালনাকারী কিছু নেতৃবৃন্দকে বহিস্কার করা হয়।
তিনি বলেন, বহিস্কৃত সদস্যরা জ্বালানী তেল পরিবেশক সমিতি নামে একটি ভূঁইফোড় অবৈধ সংগঠন তৈরীর মাধ্যমে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস এবং পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন’র নামে খুলনা পুলিশ কমিশনার বরাবর মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছে যা সম্পূর্ণ কাল্পনিক ও অসত্য। এ অবস্থায় নেতৃবৃন্দের বিরুদ্ধে অনিত অভিযোগ সংগঠনের সুনাম ও নেতৃবৃন্দের ব্যক্তিগত এবং সামাজিক মর্যাদা ক্ষুন্ন করছে।
তিনি বলেন, ‘আমাদের দাবি প্রশাসন উভয় সংগঠনের কাগজ-পত্র যাঁচাই-বাছাই করে প্রকৃত সত্য উদ্ঘাটন করুক।’
by
সর্বশেষ মন্তব্যসমূহ