লোহা ব্যবসায়ীর দখলে নগরীর রাস্তা এখন ভাঙাড়ীর আড়ৎ !

তথাকথিত পুরাতন লোহা ব্যবসায়ীর দখলে নগরীর রাস্তা ও ফুটপাথ এখন ভাঙাড়ির আড়ৎ! নগর কর্তৃপক্ষের নিরবতা রহস্যজনক।

নগরীর কেডিএ এভিন্যিউ’র সেখপাড়া বেসিক ব্যাঙ্কের উল্টো দিকের রাস্তা ও ফুটপাথ দখল করে একজন পুরান লোহা ব্যবসায়ী গড়ে তুলেছেন তার পুরাতন ভাঙাড়ি লোহার আড়ৎ। বিভিন্ন প্রকার পুরাতন লোহার যন্ত্রপাতি, গাড়ি, রোড রোলার ইত্যাদি ক্রয় করে তিনি এই রাস্তার উপর রেখেই ভেঙে স্ক্রাপ তৈরী করে বিক্রির ব্যবস্থা করেন। দীর্ঘকাল যাবৎ এই রাস্তা ও ফুটপাথই তার বিনা ভাড়ার নিজস্ব ওয়ার্কসপ।

এ ছাড়াও তিনি বিভিন্ন প্রকার ভাঙা লোহার সামগ্রী ও পুরাতন কাঠের সামগ্রী ক্রয় করেও এই রাস্তার উপরই মজুত করেন এবং এখান থেকেই চলে তার বিকিকিনি! তার এই কর্মকান্ডে রাস্তাটি ক্ষতিগ্রস্ত এবং ফুটপাথটি ধ্বংসের দ্বারপ্রান্তে।

এলাকাবাসির অভিযোগ, বিগত সিটি কর্পোরেশন নির্বাচনের সময় এই ব্যবসায়ীর ব্যবসায়ীক কার্যালয়টি (যার পাশের রাস্তা-ফুটপাথ তিনি দখল করেছেন) বর্তমান কেসিসি মেয়রের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়, যার সুযোগ গ্রহণ করছেন এই ব্যবসায়ী।

তবে এলাকাবাসির ক্ষোভ, নগরীর একটি প্রধান সড়ক ও ফুটপাথ দখল করে গড়ে উঠেছে ভাঙাড়ির আড়ৎ, অথচ কেসিসি’র সম্পত্তি শাখার অফিসারগণ এ বিষয়ে রহস্যজনক ভাবে নিরব!

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *