বাগেরহাটের শরণখোলা উপজেলায় যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু বেলাল বাহিনীর প্রধান বেলাল ফরাজি (৩৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ৬ এপ্রিল সোমবার রাত ৩টার দিকে শরণখোলা বাজার এলাকার হাবিল হাওলাদারের পরিত্যক্ত বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি একনলস, একটি দোনলা বন্দুক ও বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৫০০ রাউন্ড গুলিসহ ফরিদ মুন্সি (৩৫) নামে আরো এক দস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, রাতে বেলাল বাহিনীর সদস্যরা হাবিল হাওলাদারের পরিত্যক্ত বাগানে অবস্থান নিয়ে সুন্দরবন সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ও কোস্টগার্ড সদস্যরা সেখানে অভিযানে গেলে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। যৌথ বাহিনী পাল্টা গুলি ছুড়লে দস্যুরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে বেলালকে মৃত অবস্থায় ও ফরিদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। বেলালের বাড়ি মোরেলগঞ্জের সরালিয়া গ্রামে, এবং ফরিদের বাড়ি মোরেলগঞ্জের বারুইখালি গ্রামে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ