শেষ হলো খুলনায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

৩৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৫ পালন উপলক্ষ্যে খুলনা জিলা স্কুল কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আজ শেষ হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, ২০২১ সালে মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করতে দারিদ্র বিমোচন, পরিবেশ রক্ষা সহ সম্পদের সুষ্ঠু ব্যবহারে ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করতে হবে। দেশের বিভিন্ন সমস্যা সমাধানে মেলায় প্রদর্শিত প্রজেক্টগুলোকে বাস্তবে রূপদান করতে আরও গবেষণা চালাতে হবে। বিজ্ঞান শিক্ষাকে আনন্দময় এবং এ বিষয়ে আগ্রহী করতে তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। শুভেচ্ছা বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হাবিবুল হক খান। স্বাগত বক্তৃতা করেন খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম।

পরে প্রধান অতিথি প্রজেক্ট প্রদর্শন, বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় সেরাদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *