সার্বিক নিরাপত্তা সচেতনতা বিষয়ে মতবিনিময় সভা আজ বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ।
সভায় প্রতিটি অফিসে কর্মচারীদের (সরকারী অফিসে সবাই কর্মচারী) নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, প্রতিষ্ঠানের নিরপত্তা বিষয়ে কর্মচারীদের অবহিতকরণ, অফিস প্রধানকে নিয়মিত অফিসের নিরাপত্তা পর্যবেক্ষণ করা, সক্ষমতা বিবেচনায় সম্ভাব্য ক্ষেত্রে সিসিটিভি স্থাপন, অফিসের নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব তদারকি করা ইত্যাদি বিষয়ের প্রতি গুরুত্বারোপ করা হয়। কোন অফিসে নিরাপত্তা প্রহরী না থাকলে সেক্ষেত্রে সমপর্যায়ের কর্মচারীদের দায়িত্ব দিয়ে নিরাপত্তার ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। যে কোন নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করার জন্যও পরামর্শ দেয়া হয়।
এছাড়া বিদ্যুৎ স্টেশন, ব্রীজ-কালভার্ট, রেলস্টেশনসহ রেল লাইনের নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি নির্দেশ দেয়া হয়।
সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন অফিসের অফিসারগণ অংশগ্রহণ করেন।
সর্বশেষ মন্তব্যসমূহ