আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কমিউনিটি ডেভেলপমেন্ট সিএসআর প্রোগ্রাম অব কেপিসিএল প্রকল্পের আওতায় পরিবর্তন-খুলনা প্রভাত ফেরী, চিত্রাঙ্কণ, রচনা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
২১ ফেব্রুয়ারী সকালে উত্তর কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রভাত ফেরী করে বিএল কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর চিত্রাঙ্কণ, কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত হয় স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে অতিথিরা মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন এবং প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি শেখ মোশাররফ হোসেন, স্থানীয় সমাজ সেবক শামছুর রহমান, মুরাদ হোসেন, মাহবুব আলম বাদশা, আসমা সামছুদ্দিন, প্রধান শিক্ষীকা নার্গিস সুলতানা, পরিবর্তন-খুলনার মেহেদী হাসান প্রমূখ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ