সুন্দরবনে আবার জাহাজ ডুবি। আজ মঙ্গলবার বিকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরা ভোলা নদীতে এমভি জাবালে নূর নামে সারবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ডুবোচরে আটকা পড়া ওই জাহাজটি উদ্ধার করতে গেলে তলা ফেটে জাহাজটি ডুবে যায়। পূর্ব সুন্দরবন বন বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রমতে, গত ৩ মে মংলা বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সারবাহী ওই জাহাজটি বিকেল ৪টার দিকে সুন্দরবনের ভোলা নদীর মরাভোলার ডুবোচরে আটকা পড়ে।
আজ সকালে মালিকপক্ষ জাহাজটি উদ্ধার করতে মেসার্স নুরুল হক ও এমভি সাদি নামে দুটি কার্গো জাহাজ নিয়ে সুন্দরবনের ওই এলাকায় আসে। এ সময় উদ্ধারকারী কার্গো দুটি উদ্ধারকাজ শুরু করলে সারবাহী জাহাজের তলা ফেটে যায়। এতে জাহাজের ভেতরে পানি উঠে একটি অংশ নিমজ্জিত হতে শুরু করে।
বর্তমানে জাহাজে থাকা সার সরিয়ে নিতে মালিকপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানায় সূত্রটি। জাহাজটিতে ৬৭০ মেট্রিকটন মিউরেট অব পটাশ (এমওপি) সার ছিলো।
by
সর্বশেষ মন্তব্যসমূহ