সুন্দরবনে বাঘ-হরিণ হত্যার মিছিল, বনবিভাগের ভূমিকা প্রশ্নবিদ্ধ

শুক্রবার ভোরে পিরোজপুরের ভান্ডারিয়ায় বাঘের একটি ও হরিণের ১৪টি চামড়া উদ্ধার করেছে র‍্যাব। পিরোজপুর- মঠবাড়িয়া সড়কের ইকড়ি বাজারের নিকট থেকে এসব চামড়া উদ্ধার করে র‍্যাব-৮। এ সময় এক ইউপি সদস্যসহ দুইজনকে আটক করা হয়।

সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে ইকড়ি বাজারের কাছে র‍্যাব সদস্যরা অবস্থান নেয়। ভোর পাঁচ টায় ভান্ডারিয়ার তেলিখালী থেকে আসা একটি ভটভটির গতিরোধ করে তারা।

এ সময় ভটভটিতে থাকা তেলিখালীর ইউপি সদস্য বাবুল মাতুব্বর দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ওই গাড়ি থেকে হরিণের ১৪টি ও বাঘের একটি চামড়া উদ্ধার করা হয়। এ ছাড়া ইউপি সদস্য বাবুল ও টমটম চালক মামুনকে আটক করা হয়। ইউপি সদস্য বাবুল মাতুব্বরের বিরুদ্ধে দুইটি হত্যা মামলাও রয়েছে।

উল্লেক্ষ্য, সুন্দরবন বন বিভাগ সুন্দরবনের জীব-জন্তু, পাখি, বিপুল মৎস্য সম্পদ, বিশাল বৃক্ষরাজি ইত্যাদি কোন কিছু নিয়ে কোন প্রকার উন্নয়ন মূলক বা গবেষণা কেন্দ্রিক কোন কাজ করে না। তারা শুধুমাত্র প্রাকৃতিক ভাবে জন্মানো সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ পাহারা দেয়। আর সে পাহারার নমুনা হ’ল প্রতিনিয়তই উজাড় হচ্ছে বনের বাঘ আর হরিণ। এ অবস্থায় প্রশ্ন উঠেছে খোদ বন বিভাগের ভূমিকা নিয়েই।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *