সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র খুলনা জেলা কমিটির উদ্যোগে আজ মহানগরীর স্কুল হেলথ ক্লিনিক মিলনায়তনে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে “বিকেন্দ্রীভূত ও অংশগ্রহণমূলক বাজেট এবং স্থানীয় সরকারের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সুপ্র খুলনা জেলা কমিটির সভাপতি এম এস রাশিদা করিম।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেসিসি সংরক্ষিত আসন ৭ এর কাউন্সিলর মাহমুদা বেগম, সুপ্র খুলনা জেলা কমিটির যুগ্ম সম্পাদিকা শামীমা সুলতানা শিলু এবং নির্বাহী সদস্য হুমায়ুন কবির ববি ও অসীম কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন সুপ্র খুলনা জেলা কমিটির সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড।
কর্মশালায় সহায়ক ছিলেন সিএনআরএস এর শরিক প্রকল্পের পয়েন্ট পারসন আবু সালেহ শাহীন। কর্মশালায় অংশগ্রহণ করেন বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়ন ও দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্যগণ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ