আমেরিকান রাজনৈতিক ভাষ্যকার রজার স্টোন হিলারি ক্লিন্টনকে নিয়ে তার লেখা ‘দ্য ক্লিন্টন’স ওয়ার অন উইমেন’ পুস্তকে দাবি করেছেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে পেটাতেন তার পত্নি হিলারি ক্লিন্টন।
মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে স্বামীকে নির্যাতনের এ গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। রজার লিখেছেন, শুধু কঠিন বস্তু দিয়ে আঘাত করাই নয়, কামড়ে-আঁচড়ে হিলারি ক্লিন্টনকে রক্তাক্ত করেছেন। এর আগে ১৯৯৯ সালে হোয়াইট হাউস’র প্রাক্তন প্রেস সেক্রেটারিও এক বইতে হিলারির বিরুদ্ধে একই অভিযোগ করেন।
কিছুদিন আগে হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এবার সেই সমালোচনায় নতুন করে ঘি ঢেলেছে হিলারির স্বামী পেটানোর এ চাঞ্চল্যকর তথ্য।
by
সর্বশেষ মন্তব্যসমূহ