হত্যা মামলা তুলে নেওয়ার দাবিতে আসামীদের হুমকির প্রতিবাদে আজ খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন হত্যা মামলার বাদি খুলনা লবনচরার জাহানারা বেগম।
তিনি বলেন, তার ছোট ছেলে মোঃ আলমগীর হোসেন বিদ্যুৎকে সন্ত্রাসীরা ২০১২ সালের ৪ ডিসেম্বর হত্যা করে। তিনি এ সময় লবনচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন লবনচরা সী ফুড রোডের নাজিম খলিফার দুই ছেলে আরমান খলিফা ও আরিফ খলিফা, আমতলা খাল এলাকার ওহাব শেখ’র ছেলে জুয়েল শেখ, লবনচরা মোহাম্মাদিয়া পাড়ার আব্দুল জলিল হাওলাদারের ছেলে হারুন হাওলাদার, লবনচরা মুক্তি সড়ক এলাকার সাদেক ফকিরের ছেলে ইউসুফ ফকির, লবনচরা ইব্রাহীমিয়া মাদ্রাসা রোডের হামিদ মিস্ত্রীর ছেলে মোঃ সিরাজ এবং মোক্তার হোসেন সড়কের হজরত আলী ফকিরের ছেলে বাদল ফকিরকে আসামী করে।
পরবর্তীতে পুলিশ উল্লিখিতদের নামে চার্জসিট দাখিল করে। আসামীরা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়। বিভিন্ন সময়ে তারা আবার জামিনও পায়। বর্তমানে আসামীরা মামলার বাদি ও তার বড় ছেলেকে মামলা তুলে নিতে বলছে অন্যথায় তাদের হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে। বাদি প্রাণ ভয়ে লবনচরা থানায় জিডিও করেছেন।
মামলার বাদি প্রশাসনের নিকট তার জীবনের নিরাপত্তা দাবি করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ