জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জনের প্রচারণার অংশ হিসেবে খুলনা কালেক্টরেট প্রাঙ্গনে জেলা পর্যায়ের ২৮-৩০ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ‘ উন্নয়ন মেলা’ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর বিকেল তিনটায় শহীদ হাদিস পার্ক হতে কালেক্টরেট প্রাঙ্গণ পর্যন্ত শোভাযাত্রা বের করা হবে। ২৮-৩০ সেপ্টেম্বর প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এমডিজি সংশ্লিষ্ট বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক অর্জন সংক্রান্ত প্রামান্য চিত্র প্রদর্শনী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এমডিজি অর্জন সংক্রান্ত রিয়েলিটি শো এর আয়োজন থাকবে। সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন স্বল্প পরিসরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্তমান সরকারের উন্নয়ন সংক্রান্ত পটগান অনুষ্ঠিত হবে।
উপজেলাতেও অনুরূপ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। গত ১৪ সেপ্টেম্বর (সোমবার) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্র¯ত্ততিমূলক সভায় এ সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
by
সর্বশেষ মন্তব্যসমূহ