এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র নিষেধাজ্ঞা

২০১৫ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা আগামীকাল ১ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। খুলনা মহানগরী এলাকার পরীক্ষা কেন্দ্রসমূহে পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ১৯৮৫’র ২৯ ও ৩০ ধারার ক্ষমতাবলে নিম্নবর্ণিত কিছু বিধি-নিষেধ আরোপ করেছেন।

 পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে দু’শ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল, কেহ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন এবং কোন প্রকার লাউড স্পিকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।

 মহনগরী এলাকার দু’টি উপকেন্দ্রসহ ২২টি পরীক্ষাকেন্দ্র হচ্ছে সরকারি এম এম সিটি কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, সরকারি মহিলা কলেজ, হাজী এ মালেক ইসলামিয়া কলেজ, আহমাদিয়া দাখিল মাদ্রাসা (হাজী এ মালেক কলেজের উপকেন্দ্র), শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বয়রাস্থ খুলনা ইসলামিয়া কলেজ, আহসান উল্লাহ কলেজ, শহীদ আবুল কাশেম কলেজ, হরিণটানা; রায়েরমহল কলেজ, খুলনা পাবলিক কলেজ, খুলনা মডেল স্কুল এন্ড কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ, বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, দৌলতপুর দিবা-নৈশ কলেজ, সবুরণনেছা মহিলা ডিগ্রী কলেজ(সরকারি সুন্দরবন কলেজের উপকেন্দ্র), মুহসিন মহিলা মহাবিদ্যালয়, দৌলতপুর; ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খানজাহান আলী আদর্শ কলেজ, খুলনা আলীয়া মাদ্রাসা, খুলনা এবং দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, সোনাডাঙ্গা।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *