খুলনায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

খুলনায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টাপর্যন্ত এ পরীক্ষা চলবে। হরতাল-অবরোধের কারনে ২ ফেব্রুয়ারীর পরিবর্তে আজ এ পরীক্ষা শুরু হ’ল।

খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল জানান, খুলনাতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা চলছে।

খুলনা জেলা প্রশাসন অফিস সূত্রে জানা যায়, এবার খুলনায় ৮০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৭৪৪জন। এরমধ্যে এসএসসিতে ২১ হাজার ৪৭৫ জন , এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ২৩৫ জন এবং দাখিলে ৩ হাজার ৩৪ জন ।

এসএসসি পরীক্ষায় জেলার ৯টি উপজেলায় ২৮ টি, মহানগরীতে ১৯টি, ভোকেশনাল ৯টি উপজেলায় ১৬টি এবং মহানগরীতে ৮টি এবং দাখিলে ৯টি উপজেলায় ১২টি এবং মহানগরীতে ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠি হচ্ছে।

গত বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৯ হাজার ৬১২ জন। এরমধ্যে এসএসসিতে ২০হাজার ৯৯০ জন, এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৫ হাজার ৯৮৫ জন এবং দাখিলে ২ হাজার ৬৩৭ জন পরীক্ষার্থী ছিল।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *