খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্ককে ওয়াইফাই জোন হিসেবে গড়ে তোলা হচ্ছে

কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। দক্ষতা লাভের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। তথ্য প্রযুক্তি ব্যবহার সহজলভ্য করতে নগরীর গুরুত্বপূর্ণ পরিসর সমূহ সোস্যাল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম ধাপে নগরীর শহীদ হাদিস পার্ককে ওয়াইফাই জোন হিসেবে গড়ে তোলা হচ্ছে।

খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ আজ নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ডিজিটাল সেন্টার নারী উদ্যোক্তাদের জন্য ‘‘উইমেন সার্ভিস ইঞ্জিনিয়ার তৈরী’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীর সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এটুআই প্রোগ্রাম প্রধানমন্ত্রীর কার্যালয়, খুলনা সিটি কর্পোরেশন ও মাইক্রোসফট বাংলাদেশ যৌথভাবে দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে।

মেয়র প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে প্রতিটি ওয়ার্ডে তথ্য প্রযুক্তির প্রসার ঘটানোর পাশাপাশি নগর তথ্য ও সেবা কেন্দ্রসমূহ সমৃদ্ধ করার আহ্বান জানান। পরে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আইসিটি স্থায়ী কমিটির সভাপতি মোঃ মাহবুব কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী অফিসার গোকুল কৃষ্ণ ঘোষ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেসিসি’র নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ, আইসিটি ম্যানেজার হাসান হাসিবুল হক প্রমুখ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *