চালক-সুপারভাইজারদের সেচ্ছাচার ও বে-পরওয়া কর্মকান্ডে মহাসড়কে দূরপাল্লার যাত্রীরা নিরাপত্তাহীনতা ও প্রতারণার শিকার হচ্ছেন, অভিযোগ বাস যাত্রীদের।
বাসযাত্রী আশরাফ, সাবিহা আক্তার সহ কয়েক জন জানান, গত ১৬ জানুয়ারী তারা ঢাকা থেকে সুপার ডিলাক্স আর এম-২ বাসে করে খুলনায় যাচ্ছিলেন যার প্রতিটি টিকিটের মূল্য ১২শ’ টাকা। বাসটি পদ্মানদী পার হওয়ার পর রাস্তা থেকে যাত্রী উঠানো শুরু হয় যা চলে যশোর পর্যন্ত।
একই ভাবে বাসটির ড্রাইভার সাহেব আলী প্রায় সারা পথই বাস চালানো অবস্থায় নিয়মিত বিরতিতে মোবাইল ফোনে টি-২০ খেলা সহ বিভিন্ন বিষয়ে গল্প করতে থাকেন, যা দন্ডনীয় অপরাধ। এ অবস্থায় যাত্রীরা তাদের নিরাপত্তার বিষয়ে শঙ্কিত বোধ করতে থাকেন, কারণ প্রতিদিনই চালকদের বে-পরওয়া আচরণে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু ঘটছে অসংখ্য মানুষের।
এ বিষয়ে বাসটির সুপারভাইজার রিমনের কাছে আর এম-২ লোকাল বাস কি-না তা জানতে চাই তিনি কোন উত্তর দেননি। বিষয়টি বাস কোম্পানীর খুলনাস্থ ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কর্মকান্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তবে কি ধরনের শাস্তি দেওয়া হবে তা জানাতে তিনি অপারগ বলে জানান।
by
সর্বশেষ মন্তব্যসমূহ