খুবির ভাস্কর্য ডিসিপ্লিনে শেয়ারিং দ্য সার্ভে রেজাল্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের উদ্যোগে ০৫ নভেম্বর রোববার বিকেল ০৩ টায় চারুকলা ইনস্টিটিউটে ‘শেয়ারিং দ্য সার্ভে রেজাল্ট’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

সেলফ এসেসমেন্ট কমিটির সভাপতি শেখ সাদী ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান।

তিনি বলেন ‘উচ্চশিক্ষার গুণগতমান অর্জনের জন্য আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। সার্ভে রিজাল্ট এই প্রক্রিয়ার অংশ। আমাদের নিজেদের অবস্থান যদি ভালোভাবে জানতে পারি তা হলে ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা ভালোভাবে গ্রহণ সম্ভব হবে। এছাড়া আমাদের এসেসমেন্ট শেষ হলে পিয়ার রিভিউ হবে। সেখানে একজন বিদেশী বিশেষজ্ঞসহ তিনিজন বিশেষজ্ঞ আমাদের কার্যক্রম মূল্যায়ণ করবেন। তখন বোঝা যাবে বিশ্বমান অর্জনের পথে কোথায় আমাদের ঘাটতি আছে বা কোন অবস্থানে আমরা আছি।’

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। উদ্বোধনপর্বে  শুভেচ্ছা বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) জাহিদা আখতার। উদ্বোধনের পরে পাওয়ারপয়েন্টের মাধ্যমে সার্ভে রিজাল্ট তুলে ধরেন ও সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাস্কর্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। পরে সার্ভে রিজাল্টের ওপর পর্যবেক্ষণ দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। এসময় চারুকলা ইনস্টিটিউটের বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *