খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্য নিয়ে দেশের অন্যান্য স্থানের ন্যায় আজ খুলনায় যথাযথ মর্যাদায় উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস ২০১৭।

খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক দপ্তর, সরকারি-বেসরকারি দপ্তর এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে এ উপলক্ষে খুলনায় ৫-৮মার্চ পর্যন্ত চার দিনব্যাপী মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, মহিলাদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং  বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের পুরস্কার প্রদান ইত্যাদি কর্মসূচীর আয়োজন করা হয়।

দিবসটি পালন উপলক্ষে ৮মার্চ সকাল সাড়ে নয়টায় খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।

প্রধান অতিথির বক্তৃতায় নাজমুল আহসান বলেন, একজন নারী একটি পরিবারে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করলেও তার কাজের মূল্যায়ন করা হয় না। এখন সময় এসেছে তাদের কাজের মূল্যায়ন করার। তিনি আরও বলেন, একজন মা নিজের জীবনের প্রতিটি স্তরে সকল প্রকার স্বার্থ ত্যাগ করেন তার সন্তানের সুখের জন্য। প্রত্যেকটি নারীর মধ্যেই রয়েছে সন্তানদের জন্য মমতা, এজন্যই নারী মহান। নারী-পুরুষ পারস্পারিক সহযোগিতার মাধ্যমে যে কোন কাজ করতে হবে ও দেশকে এগিয়ে নিতে হবে। তিনি সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে কাজের যোগ্যতা ও দক্ষতা অর্জন করার জন্য নারীদের প্রতি আহবান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সরদার আনিসুর রহমান পপলু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব এবং খুলনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অলোকা নন্দা দাস।  স্বাগত বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন।

পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিভাগীয় পর্যায়ে খুলনা জেলা থেকে নির্বাচিত বিগত বছরের তিনজন শ্রেষ্ঠ জয়িতা যথাক্রমে- অলোকা নন্দা দাস, মুর্শিদা জব্বার রাণি ও কানিজ সুলতানা-কে সম্মাননা প্রদান করেন।  এছাড়া এআইপি প্রকল্পের সহায়তায় আশ্রয় ফাউন্ডেশনের বা¯তবায়নে খুচরা কৃষি উপকরণ বিক্রেতা তিন জন নারী যথাক্রমে- তমলা বর্মন, দীপালী কির্তনীয়া দাস ও সুর্বণা সাহা-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়।

এ উপলক্ষে সকাল নয়টায় শহীদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসক নাজমুল আহসানের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি।  র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট অলোকা নন্দা দাস সহ সরকারি কর্মচারী, এনজিও প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *