জেএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র কতিপয় নিষেধাজ্ঞা

খুলনা মেট্রোপলিটন এলাকায় ১ নভেম্বর হতে ১৫ নভেম্বর, ২০১৮ পর্যন্ত অনুষ্ঠেয় ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট  (জেডিসি) ও এসএসসি  ভোকেশনাল (নবম শ্রেণি) পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রেপলিটন পুলিশ কমিশনার নিম্নলিখিত আদেশ ও নিষেধাজ্ঞা জারী করেছেন।

পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন  এবং কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।

উল্লেখ্য, মেট্রোপলিটন এলাকায় ২৮টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা এবং আটটি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *