খুবির বিজিই ডিসিপ্লিনে টেকনিক্স অব মলিকুলার বায়োসায়েন্স শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের আয়োজনে আজ ১৩ জুন মঙ্গলবার থেকে ‘টেকনিক্স অব মলিকুলার বায়োসায়েন্স’ শীর্ষক তিন দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘সারফেস ডিসপ্লে অফ ফাইটেজ ইন দ্য ইস্ট সেল ওয়াল এন্ড ইটস্ অ্যাপ্লিকেশন ইন অ্যানিমাল ফিড অ্যাজ এনজাইম সাপ্লিমেন্ট’ শীর্ষক প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. রায়হান আলী ও প্রফেসর ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. মোরসালিন বিল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন প্রকল্পের মুখ্য গবেষক প্রফেসর ড. শেখ আমির হোসেন।

বক্তারা বলেন, মলিকুলার বায়োসায়েন্সের প্রয়োগ ব্যাপক ও বিস্তৃত। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা মলিকুলার বায়োসায়েন্স সম্পর্কে হাতেকলমে জ্ঞান অর্জন করতে পারবে। এ প্রশিক্ষণ তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা এবং বায়োসায়েন্টিস্ট হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক অমিত সরদার। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধনী দিনে খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *