খুলনা টেষ্টের তৃতীয় দিনে মাসাকাদজায় নাচার বাংলাদেশের বোলিং

খুলনা টেষ্টের তৃতীয় দিনে মাসাকাদজায় নাচার বাংলাদেশের বলিং। দিনের শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ৩৩১ রান। মাসাকাদজা ১৫৪ ও রেগিস চাকবভা ৭৫ রানে ব্যাট করছেন।

প্রথম ইনিংস-এ এখনো ১০২ রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১ উইকেটে ৫৩ রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে।

ব্রায়ান চারি ও ব্রেন্ডন টেইলরের সঙ্গে দুটি ৬৭ রানের জুটি গড়ে মাসাকাদজা জিম্বাবুয়েকে শক্ত ভিত্তি দেন।  প্রথম সেশনে চারিকে বিদায় করেন তাইজুল ইসলাম। মিডঅফে তামিম ইকবালের ক্যাচে পরিণত হন চারি।

দ্বিতীয় সেশনে সাকিব আল হাসান টেইলর, ক্রেইগ আরভিন ও এল্টন চিগুম্বুরাকে বিদায় করেন। টেইলর ও চিগুম্বুরা শর্ট লেগে মুমিনুল হকের হাতে ধরা পড়েন, আর আরভিনের ক্যাচ তালুবন্দি করেন মুশফিকুর রহিম।

ব্যক্তিগত ৭ রানে সাকিবের বলে এলবিডব্লিউ হয়েছিলেন চাকাবভা। তবে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া এই ব্যাটসম্যান ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পেরিয়ে ১৪৯ বলে ১০ চারের সাহায্য করেন ক্যারিয়ার সেরা ৭৫ রান।

মাসাকাদজা দিনের প্রথম দুই ওভারে দুটি সুযোগ দিয়েছিলেন। ১৫ ও ১৯ রানে স্লিপে তার দুটি ক্যাচ মিস করেন শামসুর রহমান।

৭০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সাকিব।

প্রথম ইনিংসে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দুই দুই শতকে ৪৩৩ রান করে বাংলাদেশ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *