বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট ব্লাষ্ট’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট)’র কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা ২৪ ডিসেম্বর খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় ব্লাষ্ট খুলনা ইউনিটের কো-অর্ডিনেটর অশোক কুমার সাহা বলেন, সমাজের অসহায় বিপদগ্রস্ত মানুষকে আইনী সহয়তা প্রদানে কাজ করছে ব্লাষ্ট।

দেশের ছয়টি বিভাগীয় মহর ও ১৯টি জেলা শহরে বিনামূল্যে সমস্যাপিড়িত মানুষকে নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালতে পারিবারীক, দেওয়ানী, নারী-শিশু নির্যাতন, ফৌযদারী মামলায় সহয়তা দেওয়ার চেষ্টা করছে। আইনগত সহয়তা দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নারী, শিশু, শ্রমিক, আদিবাসি ও প্রতিবন্ধি অধিকার বিষয়কে অধিকতর গুরুত্ব দিয়ে থাকে।

এ সকল কর্মকান্ড পরিচানার জন্য খুলনা ইউনিটে ৩শ’ সদস্যের প্যানেল কাজ করছে। ব্যক্তির পাশাপাশি জনসার্থেও ব্লাষ্ট মামলা পরিচালনা করে। এ পর্যন্ত জনসার্থ মামলা করেছে ব্লাষ্ট যার মধ্যে অন্ধ ব্যক্তিদের চাকুরির সুযোগ প্রদান, পাহাড় কাটা রোধ ইত্যাদি উল্লেখ যোগ্য। তিনি বলেন, খুলনা ইউনিট ২০১৪ সালে ৪৪৪টি অবিযোগ প্রহণ করে যার মধ্যে ২৭৪টি মামলা দাখিল করেছে, ২৪০টি মামলা নিস্পত্তি করেছে এবং ৯২টি বিরোধ সালিসের মাধ্যমে নিস্পত্তি করতে সক্ষম হয়েছে। তিনি যে সকল মানুষ আইনী সহয়তা পেতে প্রতিবন্ধকতার সম্মুখিন হচ্ছে তারা যাতে ব্লাষ্টের সহয়তা পেতে পারে তার জন্য সকলকে উদ্যোগি হতে আহ্বান জানান।

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট ব্লাষ্ট’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

 বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট)’র কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় ব্লাষ্ট খুলনা ইউনিটের কো-অর্ডিনেটর অশোক কুমার সাহা বলেন, সমাজের অসহায় বিপদগ্রস্ত মানুষকে আইনী সহয়তা প্রদানে কাজ করছে ব্লাষ্ট।

দেশের ছয়টি বিভাগীয় মহর ও ১৯টি জেলা শহরে বিনামূল্যে সমস্যাপিড়িত মানুষকে নি¤œ আদালত থেকে সর্বোচ্চ আদালতে পারিবারীক, দেওয়ানী, নারী-শিশু নির্যাতন, ফৌযদারী মামলায় সহয়তা দেওয়ার চেষ্টা করছে। আইনগত সহয়তা দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নারী, শিশু, শ্রমিক, আদিবাসি ও প্রতিবন্ধি অধিকার বিষয়কে অধিকতর গুরুত্ব দিয়ে থাকে।

এ সকল কর্মকান্ড পরিচানার জন্য খুলনা ইউনিটে ৩শ’ সদস্যের প্যানেল কাজ করছে। ব্যক্তির পাশাপাশি জনসার্থেও ব্লাষ্ট মামলা পরিচালনা করে। এ পর্যন্ত জনসার্থ মামলা করেছে ব্লাষ্ট যার মধ্যে অন্ধ ব্যক্তিদের চাকুরির সুযোগ প্রদান, পাহাড় কাটা রোধ ইত্যাদি উল্লেখ যোগ্য। তিনি বলেন, খুলনা ইউনিট ২০১৪ সালে ৪৪৪টি অবিযোগ প্রহণ করে যার মধ্যে ২৭৪টি মামলা দাখিল করেছে, ২৪০টি মামলা নিস্পত্তি করেছে এবং ৯২টি বিরোধ সালিসের মাধ্যমে নিস্পত্তি করতে সক্ষম হয়েছে। তিনি যে সকল মানুষ আইনী সহয়তা পেতে প্রতিবন্ধকতার সম্মুখিন হচ্ছে তারা যাতে ব্লাষ্টের সহয়তা পেতে পারে তার জন্য সকলকে উদ্যোগি হতে আহ্বান জানান।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *