খুলনার বটিয়াঘাটায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

ভূমি ব্যবস্থাপনাকে সাধারণ জনগণের কাছে সহজলভ্য ও এ সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে আজ সকালে খুলনার বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিস চত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। বটিয়াঘাটা উপজেলা ভূমি প্রশাসন’র আয়োজনে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উপ-ভূমি সংস্কার কমিশনার এস এম রইজ উদ্দিন আহম্মদ।

প্রধান অতিথির বক্তৃতায় উপ-ভূমি সংস্কার কমিশনার বলেন, জনগণের কাছে ভূমি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। দেশের প্রতিটি জনগণ কোন না কোনভাবে ভূমির সাথে সম্পৃক্ত। ভূমি ব্যবস্থাপনা একটি জটিল বিষয়। সরকার ভবিষ্যতে অনলাইনে জমি রেজিষ্ট্রি করার পরিকল্পনা গ্রহণ করছে। ভূমি সংক্রান্ত কাজে সবাইকে সচেতন হতে হবে এবং জমি হস্তান্তরের সময় ক্রেতা-বিক্রেতা উভয়কে জমির ডকুমেন্টস সম্পর্কে ধারনা থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা কৃষি বিপনন অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (উপসচিব) পলাশ কান্তি বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপংকর বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মুঃ বিল্লাল হোসেন খান।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, বিভিন্ন আইন-কানুন, বিধি-বিধান, ম্যানুয়েল, নীতিমালা, পরিপত্র ও সরকারি আদেশের আলোকেই দেশের সমগ্র ভূমি ব্যবস্থাপনা পরিচালিত হয়। দেশের অধিকাংশ মানুষ এ আইন-কানুন সম্পর্কে অবহিত নন। এজন্য সরকার ভূমি ব্যবস্থাপনাকে যুগপোযোগী করার পরিকল্পনা গ্রহণ করছে। যারা ভূমি উন্নয়ন কর আদায়ে দায়িত্বে অবেহেলা করবে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এর আগে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র্যা লি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।

মেলা প্রতিদিন সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। মেলায় জমিজমা সংক্রান্ত বিভিন্ন ধারনা দেয়া, খাজনা গ্রহণ এবং বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হবে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *