খুলনা প্রেসক্লাব বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে দেশে পথিকৃত

দেশে এই প্রথম কোন প্রেসক্লাবে নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুর্ণাঙ্গ ভাস্কর্য। ইতিমধ্যে নির্মিতব্য ভাস্কর্যের ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী নভেম্বর মাসের শেষ দিকে এর নির্মাণ কাজ শেষ হতে পারে। আজ ভাস্কর্যটির নির্মাণ কাজ পরিদর্শন করেন সংসদ সদস্যগণ, শিক্ষক, সরকারী অফিসার ও নাগরীক সমাজের প্রতিনিধিবৃন্দ।

ভাস্কর সুকুমার বাগচী জানান, প্রেসক্লাবে নির্মিতব্য জাতির জনকের ভাস্কর্যের বিভিন্ন উপদানের মধ্যে মুল উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে মার্বেল, হোয়াইট সিমেন্ট এবং এসএস ডি-ফর্ম রড। বেদিসহ এটির দৈর্ঘ হবে প্রায় ১৫ ফুট।

ভাস্কর্য নির্মাণ কমিটির আহ্বায়ক সাংবাদিক মল্লিক সুধাংশু বলেন, প্রেস ক্লাবের কার্য্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্যার ইকবাল রোডে প্রেসক্লাব চত্বরের বালু-মানিক মিলনায়তনের পুর্ব পার্শে এটি স্থাপন করা হবে। নির্মাণ শেষে জনসাধারণের জন্য উম্মুক্ত হওয়ার পর এই ভাস্কর্যটিই হবে জাতির জনকের পুর্ণাঙ্গ শৈল্পীক স্মৃতিভাস্কর্য, এমনটাই আশা করছেন বিশিষ্টজনেরা। ভাস্কর্যটি নির্মাণ করছেন শিল্পী প্রশান্ত দাশ ও শিল্পী সুকুমার বাগচী।

খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় বলেন, বাংলাদেশের কোন প্রেস ক্লাবে এখনো বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরী হয়নি। খুলনা প্রেস ক্লাবে এই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এ ভাস্কর্য নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা। নভেম্বর মাসের মধ্যে এ ভাস্কর্যটির নির্মাণ কাজ শেষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ভাস্কর্যের উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে গতকাল রোববার দুপুরে জাতির জনকের স্মৃতি ভাস্কর্য পরিদর্শনে গিয়ে নির্মাণকাজের শিল্পরূপ দেখে সন্তোষ প্রকাশ করেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফায়েক উজ্জামান, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান, খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, খুলনা করাঞ্চলের কমিশনার (আপীল বিভাগ) প্রশান্ত কুমার রায়, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (দক্ষিণ) মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, প্রমুখ।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *